প্রশ্ন: ইতিহাস শব্দের উৎপত্তি কোথা থেকে?
উ: গ্রিক শব্দ History থেকে।
প্রশ্ন: 'ইতিহাসের জনক' বলে খ্যাত কে?
উ: হেরোডাটাস (বিজ্ঞানসম্মত: থুকিডাইজিস)।
প্রশ্ন: হেরোডোটাসের জন্ম হয়েছে কোথায়?
উ: গ্রিসে।
প্রশ্ন: মানুষের 'সমাজজীবনই ইতিহাস' কে বলেছেন?
উ: টয়েনবি।
প্রশ্ন: ইংরেজি History শব্দের সাধারণ অর্থ কী?
উ: অনুসন্ধান বা গবেষণা।
প্রশ্ন: ইতিহাস শব্দের শাব্দিক অর্থ কী?
উ: ঐতিহ্য।
প্রশ্ন: ইতিহাস হলো-
উ: অতীত কাহিনী।
প্রশ্ন: ইতিহাসের উপাদান কী কী?
উ: ২টি-(ক) লিখিত উপাদান এবং (খ) অলিখিত উপাদান।
প্রশ্ন: ইতিহাসের গুরুত্বপূর্ণ ভূমিকা কী?
উ: জাতীয় চেতনার উন্মেষ।
প্রশ্ন: ইতিহাসের প্রধান উপজীব্য কী?
উ: মানবসমাজের অগ্রযাত্রার ধারা বর্ণনা।
বাংলার উৎপত্তি ও বাঙালি জাতির আবির্ভাব
প্রশ্ন: 'বঙ্গ' নামকরণ হয় কীভাবে?
উ: 'বঙ্গ' জনগৌষ্ঠী মানুষের বসবাসের ফলে এ অঞ্চলের নাম হয় 'বঙ্গভূমি'।
প্রশ্ন: দেশবাচক 'বঙ্গ' নামের প্রথম উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে?
উ: আবুল ফজলের আইন-ই আকবরী গ্রন্থে।
প্রশ্ন: 'বঙ্গ' জনগোষ্ঠীর বাসভূমি কোথায় ছিল?
উ: ভাগিরথী নদীর পূর্ব তীর থেকে আসামের পশ্চিমাঞ্চল পর্যন্ত।
প্রশ্ন: 'বঙ্গ' নামের প্রথম উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে?
উ: হিন্দুদের ঐতরেয় আরণ্য গ্রন্থে।
প্রশ্ন: বাংলা শব্দের উৎপত্তি হয় কোথা থেকে?
উ: 'বঙ্গ' ধাতু থেকে।
প্রশ্ন: বাঙালি জাতির পরিচয় কী হিসেবে?
উ: শংকর জাতি হিসেবে।
প্রশ্ন: 'বঙ্গ' কী?
উ: প্রাচীনকালের এ অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীর নাম।
প্রশ্ন: ঐতিহাসিকদের মতে 'বাংলা' শব্দের উৎপত্তি কিভাবে হয়?
উ: (বঙ+আল) বঙ্গাল থেকে 'বাংলা' শব্দের উৎপত্তি।
প্রশ্ন: এ অঞ্চলের নাম 'বাংলা' নামকরণ করেন কে?
উ: সুলতান ইলিয়াস শাহ।
প্রশ্ন: টিপু সুলতানের পিতার নাম কী?
উ: হায়দার আলী খান।
প্রশ্ন: বাংলার ইতিহাসে প্রাচীন যুগের শেষ রাজা কে?
উ: লক্ষ্মণ সেন।
প্রশ্ন: বাঙালি জাতি কিভাবে গড়ে উঠে?
উ: অস্ট্রিক, দ্রাবিড় ও আর্য জাতির সংমিশ্রণে।
প্রশ্ন: বাঙালি জাতি মূলত কোন শাখার বংশধর রূপে পরিচিত?
উ: আর্য শাখার।
প্রশ্ন: কার আমল থেকে বাংলাকে সাম্রাজ্যভুক্ত করা হয়?
উ: মৌর্যদের আমল থেকে।
প্রশ্ন: বাংলার আদি জনপদগুলোর জনগোষ্ঠীর ভাষা ছিল কী?
উ: অস্ট্রিক।
প্রশ্ন: আর্যগণ প্রথম কখন উপমহাদেশে আগমন করে?
উ: খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে।
প্রশ্ন: 'গৌড়' অঞ্চলের রাজধানী ছিল কোথায়?
উ: কর্ণসুবর্ণ।
প্রশ্ন: 'পুন্ড্র' বলতে কোন অঞ্চল বুঝায়?
উ: বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চলকে বুঝাত।
প্রশ্ন: বর্তমান কোন কোন অঞ্চল নিয়ে 'সমতট' অঞ্চল গঠিত হয়েছে?
উ: বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে।
প্রশ্ন: 'রাঢ়ের' অপর নাম কী?
উ: সূক্ষ্ম।
প্রশ্ন: 'রাঢ়' বলতে কোন অঞ্চল বুঝায়?
উ: ভাগিরথী নদীর পশ্চিম তীর (পশ্চিমবঙ্গের কিছু অংশ)।
প্রশ্ন: 'বরেন্দ্র' বলতে বর্তমান কোন অঞ্চলকে বুঝায়?
উ: বর্তমান রাজশাহী অঞ্চলকে।
প্রশ্ন: রাঢ়ের রাজধানী কোথায় ছিল?
উ: কোটি বর্ধ।
প্রশ্ন: কোন অঞ্চল নিয়ে 'বঙ্গ' অঞ্চল গঠিত?
উ: ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুর অঞ্চল নিয়ে।
প্রশ্ন: প্রাচীন বাংলার উল্লেখযোগ্য জনপদগুলো কী কী?
উ: বঙ্গ, পুণ্ড্র, গৌড়, রাঢ়, বরেন্দ্র, সমতট ও হরিকেল।
প্রশ্ন: গৌড় অঞ্চল বলতে বর্তমান কোন অঞ্চলকে বুঝায়?
উ: চাঁপাইনবাবগঞ্জ, মালদহ, মুর্শিদাবাদ ও পার্শ্ববর্তী এলাকাকে।
প্রশ্ন: 'পুন্ড্র' জনপদের রাজধানী ছিল কোথায়?
উ: পুণ্ড্রনগর (মহাস্থানগড়)।
প্রশ্ন: কখন আর্য উপনিবেশ স্থাপিত হয়?
উ: বৈদিক যুগের শেষ ভাগে।
প্রশ্ন: সমতটের রাজধানী ছিল কোথায়?
উ: বরকামতা (কুমিল্লা)।
প্রশ্ন:বাঙালি জাতির উদ্ভবের ইতিহাসে সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে কয় ভাগে ভাগ করা যায়?
উ: ২ ভাগে। যথা:
✅ অনার্য জন গোষ্ঠী
✅ আর্য জন গোষ্ঠী
প্রশ্ন: বাংলার আদিম অধিবাসী কারা?
উ: কোল, ভেল, সাঁওতাল, মুণ্ডা প্রভৃতি উপজাতি।
প্রশ্ন: প্রাচীন বাংলার ছোট ছোট অঞ্চলের নাম ছিল কী?
উ: জনপদ।
প্রশ্ন: সর্বপ্রথম দেশবাচক "বাংলা" শব্দের ব্যবহার হয়-
উ: আবুল ফজলের আইন-ই-আকবরী গ্রন্থে।
প্রশ্ন: প্রাচীন বাংলার প্রথম স্বাধীননরপতি কে?
উ: রাজা শশাঙ্ক।
প্রশ্ন: কখন থেকে বাংলার স্বাধীন রাজ্যের গোড়াপত্তন হয়?
উ: মৌর্যযুগে।
প্রশ্ন: আর্যদের আগমনের পূর্বে এ অঞ্চলে কাদের বসবাস ছিল?
উ: অনার্যদের।
প্রশ্ন: পূর্ব বঙ্গের স্বাধীন নরপতি কে?
উ: ফখরুদ্দীন মোবারক শাহ।
প্রশ্ন: কাকে দিয়ে বাংলার স্বাধীনতার সূচনা হয়?
উ: ফখরুদ্দীন মোবারক শাহ।
প্রশ্ন: বাংলায় সর্বপ্রথম কে নৌবাহিনী গড়ে তুলেন?
উ: গিয়াসউদ্দিন আযম শাহ।